মহাঅষ্টমীতে শান্তিকালী কুমারী দেবী আশ্রমে সাংসদ রাজীব, জনজাতি মায়েদের মধ্যে পাছরা বিতরণ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : আজ মহাষ্ঠমীর পুণ্য তিথিতে রাজ্যের বিভিন্ন স্থানে যখন দেবী দুর্গার আরাধনায় মুখরিত চারিদিক, ঠিক তখনই এক গম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে বুড়াখার শ্রী শ্রী শান্তিকালী কুমারী দেবী আশ্রমে অনুষ্ঠিত হল বিশেষ দুর্গা পূজার আয়োজন।

এদিন আশ্রমে গিয়ে দেবীর পুজোয় অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। তাছাড়া, শাস্ত্রীয় বিধি মেনে অনুষ্ঠিত এই আরাধনায় উপস্থিত ছিলেন আশ্রমের সন্ন্যাসী, স্থানীয় ভক্তবৃন্দ ও এলাকার বহুজন।

পূজা শেষে আশ্রম প্রাঙ্গণে এলাকার জনজাতি মা’য়েদের মধ্যে চিরাচরিত “পাছরা” বিতরণ করেন সাংসদ রাজীব।