আগরতলা, ৩০ সেপ্টেম্বর : দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে মঙ্গলবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঘোরাকাপ্পা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আশা কর্মীরা। এদিন সকালে হাসপাতালের মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন মোট ২৫ জন আশা কর্মী।
আশা কর্মীদের অভিযোগ, গত চার মাস ধরে তাঁরা কোনওরকম বেতন পাচ্ছেন না। বহুবার হাসপাতালের ইনচার্জের সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই মহা অষ্টমীর দিন সকালে এই প্রতীকী আন্দোলনে নামেন তাঁরা।
বিক্ষোভে উপস্থিত এক আশা কর্মী বলেন,আমরা পরিবারের খরচ কীভাবে চালাবো? এই পুজোর সময়েও হাতে এক টাকাও নেই। কাজ করছি প্রতিদিন, অথচ কোনও মূল্যায়ন নেই। চার মাস ধরে শুধু আশ্বাস পাচ্ছি, বেতন পাচ্ছি না।
আশা কর্মীদের দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এমন সমস্যার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।

