অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় রিয়েল-টাইম প্রস্তুতির ওপর জোর দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ডারদের সম্মেলনে অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় রিয়েল-টাইম প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনীকে বহুমাত্রিক নিরাপত্তা হুমকির মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো স্থির নয়, বরং গতিশীল—এমনটাই মন্তব্য করেন মন্ত্রী। তিনি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ব্যবস্থার সংযুক্তির ওপরও জোর দেন এবং উল্লেখ করেন যে ইলেকট্রনিক যুদ্ধ এখন বাস্তবতায় পরিণত হয়েছে।

রাজনাথ সিং সামুদ্রিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, ভারতের উপকূলরেখা যেমন বিশাল, তেমনি এর বিপদও বড়। তিনি জানান, প্রযুক্তির অগ্রগতি—বিশেষ করে ড্রোন ও নজরদারির মাধ্যমে—সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। তবে মাদকের পাচার, চোরাচালান, অবৈধ বাণিজ্য, অস্ত্র পাচার ও মানব পাচারের মতো জটিল ও বহুমুখী চ্যালেঞ্জ সামুদ্রিক হুমকিকে আরও জটিল করে তুলেছে।

মন্ত্রী উপকূলরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্যোগ মোকাবিলা হোক বা সামুদ্রিক নিরাপত্তার হুমকি, কোস্ট গার্ড সবসময় প্রথম সারির প্রতিক্রিয়াদাতা হিসেবে কাজ করে আসছে। তিনি আহ্বান জানান, উপকূলরক্ষী বাহিনী যেন কেবল নিয়মিত নজরদারিতেই সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক পরিস্থিতির ওপরও নিবিড় নজর রাখে। রাজনাথ সিং জোর দিয়ে বলেন, ভারতের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা রক্ষায় উপকূলরক্ষী বাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।