নন্দননগরে নেশা বিক্রেতা এক ব্যক্তিকে পিটিয়ে নগ্ন করে পুলিশে হস্তান্তর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: নেশা বিক্রির অভিযোগে স্থানীয় জনতার হাতে এক ব্যক্তি নগ্ন হয়ে পুলিশের কাছে হস্তান্তরিত হয়েছেন। আটক ব্যক্তি পরিচিত বাপ্পি নামে। স্থানীয়রা জানায়, বাপ্পি নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে জনতার ধৃষ্টতা ও রোষের মুখে পড়েন।

স্থানীয়রা জানান, বাপ্পি রাবার বোর্ড এলাকায় থাকলেও তার কার্যক্রম নন্দননগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল। শুক্রবার সকালে স্থানীয়দের চোখে পড়ে নেশা সামগ্রী বিক্রির বিষয়টি। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দেয় এবং নগ্ন অবস্থায় থানায় পাঠায়।

নন্দননগর থানার পুলিশ কর্মকর্তা বাপ্পিকে হেফাজতে নেন এবং মামলার প্রাথমিক কার্যক্রম শুরু করেন। পুলিশ জানিয়েছে, বাপ্পির বিরুদ্ধে নেশা বিক্রির অভিযোগের পাশাপাশি স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগও তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, এ ধরনের ঘটনা সমাজে ন্যায় প্রতিষ্ঠার একটি কঠোর বার্তা দেয়। তবে পুলিশ সতর্ক করেছেন, জনতার হাতে আইন প্রয়োগ সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়, আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ মোকাবিলা করতে হবে।