মহা পঞ্চমীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চাম্পামুড়া বাজারের দোকান

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: মহা পঞ্চমীর পুণ্য তিথিতে চম্পামুড়া বাজারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সকালবেলায় কমলাসাগরের অন্তর্গত চম্পামুড়া বাজারে একটি দোকানে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। ওই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানের মালিক ভবতোষ সাহা*প্রতিদিনের মতোই শনিবার সকালে দোকান খুলে ঠাকুরের আরাধনা শুরু করেন। পূজা শেষে তিনি দোকানের ভিতরেই একটি জ্বলন্ত ধূপকাঠি রেখে বাইরে যান। কিন্তু অসতর্কতাবশত ধূপকাঠি থেকে দাহ্য বস্তুতে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকান জুড়ে ছড়িয়ে পড়ে। ভবতোষ সাহা দোকানের ভিতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে সাড়া দিয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও জানা গিয়েছে, নিজের দোকানের আগুন নেভাতে গিয়ে ভবতোষ সাহা নিজেই আহত হন। তখন বাজারের অন্য ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকেন। দ্রুত বিশালগড় দমকলবাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত রওনা দিলেও উত্তম ভক্ত চৌমুনী সংলগ্ন একটি বেসরকারি স্কুলের সামনে ট্রাফিক জ্যামেরকারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হতে পারত, তবে সৌভাগ্যক্রমে বাজারের ব্যবসায়ীদের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। ঘটনাস্থলে পৌঁছে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানান এবং প্রশাসনিকভাবে সাহায্যের আশ্বাস দেন।
এছাড়াও, বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অগ্নিকাণ্ডটি দুর্ঘটনাবশত ঘটেছে তবে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

বাজার কমিটির এক পদাধিকারী সাংবাদিকদের জানান, দোকানে লক্ষাধিক টাকার মালপত্র ছিল। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান ঘর, আসবাবপত্র, কাপড়, বৈদ্যুতিক সামগ্রী— কিছুই আর অবশিষ্ট নেই। তিনি আরও জানান, যদি দমকলের গাড়ি সময়মতো পৌঁছাতে পারত, তাহলে হয়তো এত বড় ক্ষতি হতো না। এই ঘটনায় এক বড় অগ্নিকাণ্ড থেকে পুরো চম্পামুড়া বাজার রক্ষা পেল শুধুমাত্র বাজারের অন্যান্য ব্যবসায়ীদের তৎপরতা ও সাহসিকতার জন্য। সকলেই মিলে আগুন নিয়ন্ত্রণে আনায় বাকি দোকান ও স্থাপনাগুলি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।