আগরতলা, ২৭ সেপ্টেম্বর : শারদোৎসবের আনন্দে মাতোয়ারা ত্রিপুরাবাসী। প্যান্ডেল, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহর থেকে গ্রাম সর্বত্র সাজো সাজো রব। তবে এই উৎসবের মাঝেই আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে মানুষের কপালে। পূজার সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ত্রিপুরায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিরাজ করছে। এর প্রভাবেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি বছর ১৮ অক্টোবর ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নেবে।

