ধর্মনগর, ২৭ সেপ্টেম্বর : নেশা মুক্ত অভিযানের অংশ হিসেবে দুর্গাপূজার শুভ পঞ্চমীর দিনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করল পুলিশ।
ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে, পুলিশ আধিকারিক ও টি.এস.আর জওয়ানদের সমন্বয়ে পূর্ব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নেশা রোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
অভিযান চলাকালীন একাধিক দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়। সন্দেহের ভিত্তিতে তালা ভেঙে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়।
ওসি মিনা দেববর্মা জানান, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সমাজকে নেশা মুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

