এবার বাংলাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপুজো

লতিফুর রহমান, ঢাকা, ২৬ সেপ্টেম্বর: বাংলাদেশে এ বছর হবে রেকর্ড সংখ্যক দুর্গাপুজো। পূজা উদ্‌যাপন পরিষদের হিসাবে, সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদোৎসব। গত বছরের তুলনায় প্রায় এক হাজার ৮৯৪টি বেশি। ঢাকাতেই হবে ২৫৯টি পূজা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুক্রবার এক মতবিনিময় সভায় এই পরিসংখ্যান জানানো হয়। ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্যে বলেন, ‘পূজার প্রস্তুতির মধ্যেই ১৩ জেলায় প্রতিমা ও মন্দিরে হামলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। পূজার সময় আর যেন এমন না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘শুধু পাঁচ দিনের নিরাপত্তা নয়, ৩৬৫ দিনের নিরাপত্তা চাই। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সংখ্যালঘুদের সুরক্ষা দাবি করে পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর কমিটি আট দফা দাবি তোলে। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি ফেরত দেওয়া, জনসংখ্যার অনুপাতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ প্রভৃতি।

অন্যদিকে, পুলিশের বিশেষ ইউনিট র‍্যাব জানিয়েছে দুর্গাপুজো ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৮১টি টহল দল মাঠে থাকবে। উৎসবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সে জন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। রবিবার ষষ্ঠী দিয়ে শুরু হবে মূল পূজা। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।