বাদল শীল হত্যা মামলার অভিযুক্তদের জামিন বাতিল করল উচ্চ আদালত

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে হামলার শিকার হয়ে নিহত বাম নেতা বাদল শীল হত্যা মামলায় উচ্চ আদালত জামিন বাতিল করেছেন।

মৃতের কন্যা পল্লবী শীলের আবেদন মঞ্জুর করে বিচারপতি বিশ্বজিৎ পালিত নির্দেশ দিয়েছেন, জামিনে থাকা ৬ অভিযুক্তকে ৭ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে এবং এরপর জেল হাজতবাস করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে বাদল শীলকে প্রকাশ্যে দুষ্কৃতিরা নির্মমভাবে আক্রমণ করেছিল। গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর থেকে এই মামলাটি দীর্ঘ সময় আদালতের বিচার কার্যক্রমে ছিল। উচ্চ আদালতের এই রায়ে মামলার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার পাশাপাশি, বিচারপ্রত্যাশীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে।