কৈলাসহরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ কৈলাসহর শ্রীরামপুর এসএমএইচএস স্কুলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।

স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, শ্রীরামপুর এসএমএইচএস স্কুলের ভাইস প্রিন্সিপাল অরিন্দম সরকার। সভাপতিত্ব করেন উনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী ও কর্মধারা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শুরুতে উপস্থিত অতিথিগণ পন্ডিত দীনদয়ালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মুক্ত ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।