তিপরা মথার আক্রমণে আহত দলীয় নেতা ও সাংবাদিককে জিবি হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী, আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে হেজামারায় সড়ক অবরোধ সাংবাদিকদের

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: হেজামারায় দলীয় নেতা ও সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এই ধরনের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আজ জিবি হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর শারদোৎসবকে কেন্দ্র করে হেজামারা কমিউনিটি হলে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সাংসদ বিপ্লব কুমার দেবেরও। দুপুর ১২:৩০ টা নাগাদ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই দুপুর প্রায় বারোটা নাগাদ তিপ্রা মথার কর্মী সমর্থকরা হেজামারা কমিউনিটি হলে আক্রমণ চালায়। তারা ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে কমিউনিটি হলে উপস্থিত বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ করেছেন মঙ্গল দেববর্মা। এমনকি, অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে কমিউনিটি হলে ঢুকে বিজেপি কর্মীদের মারধর করা হয়।। ঘটনায় মঙ্গল দেববর্মার মাথা ফেটে যায়। গুরুতর আহত হন তিনি। এছাড়াও আরও পাঁচ থেকে সাত জন বিজেপি কর্মী এই হামলায় আহত হয়েছিলেন। আজ ওই আহতদের শারীরিক খোঁজখবর নিতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, শারদোৎসবকে কেন্দ্র করে হেজামারা কমিউনিটি হলে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে তিপরা মথার কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন বিজেপি কর্মী ও সাংবাদিক। ওই আক্রমনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।আইন আইনের পথে চলবে। কাউকে ছাড়া হবে না। আইনের বেড়া জাল থেকে কেউ রেহাই পাবে না।

এদিকে, ওই ঘটনায় আক্রান্ত হয়েছে সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা। ওই ঘটনায় আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে হেজামারায় সাংবাদিক প্রতিনিধিরা খোয়াই-আগরতলা সড়ক অবরোধ করেন। এদিন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে খুমুলুঙ প্রেসক্লাব, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে এই অবরোধ সংগঠিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এসডিপিও এবং তিনি আশ্বাস দেন ২৪ ঘণ্টার মধ্যে আক্রমণকারীদের গ্রেফতার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তাঁরা