আগরতলা,২৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পক্ষকালব্যাপী সেবাপাক্ষিক কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপি ৬ নম্বর আগরতলা মণ্ডল।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর প্রদীপ চন্দসহ অন্যান্য কার্যকর্তারা। নেতৃত্বরা জানান, এদিনের শিবিরে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সেবাপাক্ষিক কর্মসূচির মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের সেবায় নিজেদের অঙ্গীকার আরও সুদৃঢ় করছে দল।

