কমিশন বাণিজ্যে মত্ত মন্ত্রী-বিধায়করা, কর্মসংস্থান বঞ্চিত যুবসমাজ বিস্ফোরক অভিযোগ সুধন দাসের

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর : রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান মুখ থুবড়ে পড়েছে, অথচ মন্ত্রী, বিধায়ক ও মন্ডল স্তরে চলছে কমিশন বাণিজ্য — এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বাম নেতা তথা ত্রিপুরা তফশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস।

শুক্রবার দুপুরে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির দ্বিতল ভবনে এক সম্মেলনে যোগদানের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বর্তমান বিজেপি-আইপিএফটি মথা জুটের সরকার সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা দাবি করেছিল বছরে ৫০,০০০ বেকারকে চাকরি দেবে। কিন্তু আজ কোথায় সেই চাকরি? উল্টে সংবিধান পরিবর্তনের চক্রান্ত চলছে।”

সুধন দাসের অভিযোগ, রাজ্যে রেগার কাজ প্রায় নেই। যেখানে সামান্য কাজ হচ্ছে, সেখানেও সময়মতো টাকা পাচ্ছেন না শ্রমিকরা। এর ফলে গ্রামীণ অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছে বলে তিনি দাবি করেন।

শুধু তাই নয়, বাম নেতার কথায়, প্রশাসনের সর্বস্তরে চলছে ব্যাপক লুটপাট। সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বন্ধ রেখে মন্ত্রী-বিধায়করা নিজেদের স্বার্থে কমিশন বাণিজ্যে ব্যস্ত বলে কটাক্ষ করেন তিনি। সুধন দাসের এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে বিশালগড়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।