আগরতলা, ১৯ সেপ্টেম্বর : মূর্তি বিসর্জন থেকে রাতে ফেরার পথে রক্তক্ষয়ী সংঘর্ষে দেড় বছরের এক শিশুর মাথা ফেটে যায়। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বামুটিয়া থানার কালী বাজার এলাকায় এক অনুষ্ঠান থেকে দমদমিয়া এলাকার এক পরিবার লেম্বুছড়া ফাঁড়ির অন্তর্গত নিজ বাড়িতে ফিরছিল। ফেরার পথে লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকায় তাদের উপর আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতি। পরিবারটির গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। সেই সময় টর্চের আঘাতে দেড় বছরের এক শিশুর মাথা ফেটে যায়। এছাড়াও হামলাকারীরা স্থানীয় বাড়িঘরে ভাঙচুর চালায় এবং একাধিক গ্রামবাসীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে বামুটিয়া ফাঁড়ি, লেম্বুছড়া ফাঁড়ি, এয়ারপোর্ট থানার পুলিশ ও টি.এস.আর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা নেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল। ঘটনাস্থল থেকে একটি টমটম ও এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গভীর রাত পর্যন্ত এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা পুরো ঘটনার তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হবেন।

