আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র আসন্ন রাজ্য সফরকে কেন্দ্র করে আজ জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিসর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আগামী ২২ সেপ্টেম্বর প্রসাদ প্রকল্পের অন্তর্গত উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করতে রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তাঁরা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন।
রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে আজ পালাটানা ওটিপিসি হেলিপেড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তাঁরা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। আগামী ২২শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রসাদ প্রকল্পে নবরূপে গড়ে উঠা ত্রিপুরাসুন্দরী মন্দিরের শুভ উদ্বোধন করবেন।

