নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে বিশ্বনেতাদের শুভেচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের ফোনে বিশেষ বার্তা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে নেতারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ ফোনালাপে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লেখেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দারুণ একটি ফোনালাপ হয়েছে। আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ।”

প্রধানমন্ত্রী মোদি এক্স-এ (পূর্বতন টুইটার) উত্তর দিয়ে লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ ও উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমিও প্রতিশ্রুতিবদ্ধ ভারত-আমেরিকা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে। শান্তিপূর্ণ ইউক্রেন সংকট সমাধানে আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মোদিকে “বন্ধু” বলে অভিহিত করে লেখেন, “অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে দৃঢ় সম্পর্ক নিয়ে আমরা গর্বিত। অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায়ের অবদানের জন্য ধন্যবাদ। খুব শিগগিরই আপনার সঙ্গে আবার দেখা করার অপেক্ষায় আছি।”

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এক ভিডিও বার্তায় বলেন, “এমন একটি মাইলফলক উপলক্ষে, আপনার নেতৃত্বে ভারতের উন্নয়নের যাত্রা প্রশংসনীয়। আমি মার্চে আপনার আতিথেয়তার প্রতিদান স্বরূপ আপনাকে নিউজিল্যান্ডে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এক্স-এ লেখেন, “ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের জাতীয় সেবক ও সমগ্র ভুটানবাসীর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ হিন্দিতে এক্স-এ লেখেন, “ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা। ভারত-রাশিয়া সম্পর্ককে আরও গভীরতর করতে তাঁর অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। দেশের ও বিশ্বের কল্যাণে তিনি আরও সাফল্য অর্জন করুন, এই প্রার্থনা করি।”

তিব্বতের ধর্মগুরু দালাই লামাও প্রধানমন্ত্রী মোদিকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “ভারতে দীর্ঘদিনের অতিথি হিসেবে আমি ভারতের বিস্তৃত উন্নয়ন ও সাফল্য প্রত্যক্ষ করেছি। ভারতের ধর্মীয় বহুত্ববাদ ও গণতন্ত্র বিশ্বকে স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত দেয়। তিব্বতিদের জন্য ভারত শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, বিগত ৬৬ বছর ধরে শারীরিক আশ্রয়ও। এই আন্তরিক আতিথেয়তার জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভদনগরে জন্মগ্রহণ করেন। তাঁর ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশে স্বাস্থ্য, কল্যাণ ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে উদযাপন চলছে। ভারতীয় রাজনৈতিক নেতারাও বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।