আমতলীতে নির্মাণ সাইটে চুরি, চারজন গ্রেফতার, উদ্ধার ৬২টি রড

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আমতলীর বাইপাস সংলগ্ন ওভেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণ সাইট থেকে রড-সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রাতে ওই সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার ভিত্তিতে কোম্পানির সেফটি অফিসার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারী অফিসার এসআই সৌরভ সাহা চারজনকে আটক করতে সক্ষম হন। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ১৫০টি রডের মধ্যে মোট ৬২টি ১৬ মিমি রড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বাকি রডগুলিও উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ আটক চারজনকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চারিপাড়া পুলিশ পাড়ার আবদুল আমিন, হাপানিয়া কড়ইমুড়া এলাকার দীপঙ্কর সূত্রধর, বট্টপুকুর কালীতলার দেবাশীষ দে এবং কল্যাণ পাড়ার প্রিয়তোষ সরকার। চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধারে তদন্ত চালাচ্ছে পুলিশ।