সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্রভবন চত্বরে বার খোলার অনুমতি দিয়েছে দপ্তর: অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্রভবন চত্বরে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে। আজ এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

রবীন্দ্র ভবন চত্বরে একটি বার খোলাকে কেন্দ্র করে এর বিরোধিতায় গর্জে উঠেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের নাইট ক্লাব খোলার অনুমতি দেওয়া কোনভাবেই রাজ্য সরকারের উচিত হয়নি। অবিলম্বে এটি এখান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীরা। এই বিষয়ে এদিন স্পষ্টিকরণ দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর কথায়, অর্থ দপ্তর থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ নীতি নির্দেশনা মেনেই দেওয়া হয়েছে। মূলত জেলাশাসকের কাছে লাইসেন্সের আবেদন জানানো হয়। জেলাশাসক বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে অর্থ দপ্তরের কাছে অনুমতির জন্য পাঠান। সেই অনুযায়ী অর্থ দপ্তর অনুমতি প্রদান করেছেন রেস্টুরেন্ট কাম বার খোলার জন্য। এটি কোনভাবেই ‘নাইট ক্লাব’ নয়। ভুল শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, বার খোলার ক্ষেত্রে কিছু নীতি নির্দেশনা রয়েছে। যেমন, সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সেইবার খোলা থাকতে পারবে, এছাড়াও সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। সেই সবগুলি বিষয়ে পর্যবেক্ষণ করার পরেই জেলাশাসক অর্থ দপ্তরে অনুমতিপত্র প্রেরণ করেছেন। মন্ত্রী বলেন, এফএল শপ খোলার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নির্দেশনা রয়েছে, যেমন- ১০০ মিটারের মধ্যে কোনো, বিদ্যালয়, কলেজ, মন্দির, মসজিদ, হাসপাতাল থাকতে পারবেনা। কিন্তু বার খোলার ক্ষেত্রে সেই ধরনের কোনো নির্দেশনা নেই। তাই অর্থ দপ্তর থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেটি সকল নীতি নির্দেশনা বিচার করেই দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, তারপরেও যেহেতু সেই রেস্টুরেন্ট কাম বার খোলাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে তাই পুনরায় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। যাবতীয় বিষয়বস্তু তদন্ত করেই প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হবে বলেও জানিয়েছেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।