নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত একটি ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। আজ নয়াদিল্লিতে এক বেসরকারি সংবাদমাধ্যমের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালে সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূল্যবৃদ্ধি রোধ ও খরচ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া -কে নিয়মিতভাবে দেশের আর্থিক ও মুদ্রানীতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
পীযূষ গোয়েল সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, নেক্সট জেনারেশন জিএসটি সংস্কারের ফলে কর ব্যবস্থায় স্বচ্ছতা এসেছে এবং ব্যবসায়িক জটিলতা কমেছে। তার মতে, ২০১৭ সালে জিএসটি চালু হওয়া ছিল স্বাধীনতা-পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে বড় কর সংস্কার, যা সিস্টেমকে দুর্নীতি, দালাল এবং অপ্রয়োজনীয় কাগজপত্র থেকে মুক্ত করেছে।
এছাড়া বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ঘোষণা করেছে, হোয়াইট গুডস যেমন এসি এবং এলইডি লাইট উৎপাদনের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের আবেদন প্রক্রিয়া আবারও চালু করা হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এটি চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো ঘরোয়া উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং ভারতকে আত্মনির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়া।

