আগরতলা, ১৩ সেপ্টেম্বর : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সে বিষয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হবে আইপিএফটি। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত পর্যালোচনা বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সাধারণ সম্পাদক স্বপন দেব্বর্মা।
আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেব্বর্মা বলেন, আজ আগরতলা প্রেস ক্লাবে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে আইপিএফটি দলের নেতৃত্বরা। মূলত, কিছুদিন আগে আইপিএফটি-র জনসমাবেশ হয়েছিল। সেই জনসভার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়েছে। পাশাপাশি, আজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন তিনি বলেন, বর্তমানে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তৈরী হয়েছে। কিছুদিন আগে আমরা বাঙালি ও তিপরা মথার তরফ থেকে করা রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র উত্তেজনা তৈরী হয়েছে। তাতে আগামীদিনে রাজ্যের শান্তি সম্প্রতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মথার রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রশাসনের অনুকুলে রাখতে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখাও করবে সরকারের শরিক দল আইপিএফটি, বলে জানান তিনি।

