খোয়াইয়ে মেডিকেল হলে পুলিশের হানা, নেশার ট্যাবলেট বিক্রির অভিযোগ

খোয়াই, ১২ সেপ্টেম্বর: শহরের সুভাষ পার্ক সংলগ্ন জয়রাম মেডিকেল হলে নেশাজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে ওই মেডিকেল হল থেকে অবৈধভাবে নেশার ট্যাবলেট বিক্রি হচ্ছে।

গতকাল রাতের দিকে সাদা পোশাকের পুলিশ এক যুবককে নেশার ট্যাবলেটসহ হাতেনাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের পর ধৃত যুবক পুলিশকে জানায়, সে এই ট্যাবলেটগুলি কিনেছে সুভাষ পার্ক এলাকার জয়রাম মেডিকেল হল থেকে।

এরপরই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ও ড্রাগস ইন্সপেক্টর সুব্রত দাস যৌথভাবে অভিযানে নেমে উক্ত মেডিকেল হলে হানা দেন। জিজ্ঞাসাবাদের সময় দোকানের মালিকের কথায় বেশ কিছু অসংলগ্নতা ধরা পড়ে। ড্রাগস ইন্সপেক্টর সুব্রত দাস সাংবাদিকদের জানান, এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালানো হবে এবং দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।