নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ সেপ্টেম্বর:
শুক্রবার দুপুর বেলা কৈলাসহর শহরের শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ড এলাকায় মনু নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালবেলা প্রথম জলাই মনু নদীতে ওই মৃতদেহটিকে ভেসে থাকতে দেখা যায়। তবে নদীতে প্রবল স্রোত থাকায় সেই সময় মৃতদেহ আটকানো সম্ভব হয়নি। এরপর মৃতদেহটি ভেসে যায় সোনামুড়া ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুর নিচে। সেখানেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে দুপুরের দিকে শ্রীরামপুর এলাকায় মনু নদীতে মৃতদেহটি আটকে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিভিল ডিফেন্স, বিএসএফ, এনডিআরএফ, কৈলাসহর থানার পুলিশ, অগ্নিনির্বাপক কর্মী এবং মহকুমা প্রশাসনের কর্তারা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহায়তা করেন। দীর্ঘ চেষ্টার পর মৃতদেহটি অবশেষে উদ্ধার সম্ভব হয়।
এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার, অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা, মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর হেমন্ত ধর, বিএসএফ ও প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক। উদ্ধার হওয়ার পর মৃতদেহটি অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তবে এখনো পর্যন্ত মৃতদেহটির পরিচয় সনাক্ত করা যায়নি। মৃতদেহটি কোথা থেকে এসেছে এবং কীভাবে নদীতে ভেসে এল, সেই বিষয়েও কোনো তথ্য মেলেনি। এই ঘটনাকে ঘিরে জোরদার তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

