নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার পশ্চিম জেলার আবগারি দপ্তর ‘হ্যাপিয়েস্ট আওয়ার বার’-এর বিরুদ্ধে লাইসেন্স লঙ্ঘনের অভিযোগ এনে শো-কজ নোটিশ জারি করেছে।
জানা গেছে, গত ১১ এপ্রিল, ২০২৫ তারিখে লাইসেন্স নং–৯৭ অনুযায়ী বারটি চালানোর অনুমতি দেওয়া হয় গৌতম দেবনাথকে। লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মদ্যপ পানীয় পরিবেশনের অনুমতি রয়েছে।
কিন্তু গত ৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর রবীন্দ্র শতবর্ষী ভবনের সংলগ্ন ইউ.ডি. ভবনের ছাদে অবস্থিত ওই বার নির্ধারিত সময়ের পর গভীর রাত পর্যন্ত খোলা ছিল এবং মদ্যপ পানীয় পরিবেশন করা হয়। ঘটনাটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর আবগারি দপ্তর তদন্তে নামে। পরবর্তীতে বারটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।
এর ফলে বারটির মালিক ও লাইসেন্সধারী গৌতম দেবনাথের বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইন, ১৯৮৭–এর ধারা ৪০(১)(সি) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। শো-কজ নোটিশে তাকে জবাব দিতে বলা হয়েছে কেন তার বার লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে না। আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দপ্তর একতরফা সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

