আগরতলা, ৮ সেপ্টেম্বর : একই ন্যায্যমূল্যের দোকানে পরপর দুইবার চুরি ঘটনায় উদয়পুর জুয়ালি খামার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ জনমনে রাতের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। চোরের দল হানা দিয়ে চাল, ডাল, বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে।
ঘটনার বিবরণে ন্যায্যমূল্যের দোকানের মালিক নারায়ণ দাস বলেন, গতকাল রাতে তার দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরের দল হানা দিয়ে দোকানের দরজা ভেঙে চাল, ডাল, মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে। আজ সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় তাঁর নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দিয়েছেন। ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। গত একবছট আগেও তাঁর দোকানে চোরের দল হানা দিয়েছে

