নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। আগামী ২১ সেপ্টেম্বর সকাল ৬টায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হবে নব যুবা ম্যারাথন দৌড়। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব।
তিনি জানান, সারা দেশের ১০০টি শহরে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে প্রায় ১০ লক্ষ মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ত্রিপুরা থেকেও অন্তত ১০ হাজার যুবক-যুবতী অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সুশান্ত দেব।
রাজ্যে আয়োজিত এই ম্যারাথন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউসের কাছে গান্ধী মূর্তির সামনে গিয়ে শেষ হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শম্ভু লাল
চাকমা, রাজ্য প্রবক্তা অম্লান চক্রবর্তী এবং যুব মোর্চার স্পোর্টস সেলের ইনচার্জ প্রদীপ দেবনাথ।

