তীর্থভ্রমণে গিয়ে নিখোঁজ মহিলা, হতাশাগ্রস্থ পরিবার

তেলিয়ামুড়া, ৭ সেপ্টেম্বর: তীর্থভ্রমণে গিয়ে নিখোঁজ হলেন তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার গীতা দাস(৫০)। এখনও পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। মায়ের সন্ধানে হাহাকার করছেন একমাত্র ছেলে কৃষাণ দাস। সংবাদমাধ্যমের সামনে চোখের জলে ভেঙে পড়ে তিনি আর্জি জানিয়েছেন, তার মাকে খুঁজে পেতে সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

পরিবার সূত্রে জানা গেছে, কৃষাণ দাস সম্প্রতি মা গীতা দাস ও নিজের ছোট সন্তানকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণে বের হন। যাত্রার শেষ গন্তব্য ছিল বৃন্দাবন। কিন্তু সেখানেই ঘটে অঘটন। ভিড়ের মাঝে হঠাৎই হারিয়ে যান গীতা দাস।

ঘটনার পর কৃষাণ দাস বৃন্দাবনের স্থানীয় থানায় নিখোঁজ অভিযোগ দাখিল করেন। পাশাপাশি নিজেই প্রতিটি অলিগলি, প্রতিটি মন্দিরে খুঁজেছেন মায়ের সন্ধানে। কিন্তু কোনও খোঁজ মেলেনি। একপর্যায়ে হতাশ হয়ে পড়লেও খোঁজা বন্ধ করতে পারেননি তিনি। অবশেষে বাড়ি ফিরে এসে সংবাদমাধ্যমের এবং প্রশাসনের দ্বারস্থ হন।

অশ্রুসিক্ত কণ্ঠে কৃষাণ দাস জানান, তার মা ও ছোট ছেলেকে নিয়েই তার সংসার। মাকে হারিয়ে সে একপ্রকার নিঃস্ব হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে, যেন বিশেষ উদ্যোগ নিয়ে আমার মাকে ফিরিয়ে আনা হয়।

এই মর্মান্তিক ঘটনায় রাজনগর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, গীতা দাস ছিলেন স্নেহশীলা ও পরোপকারী একজন মানুষ। তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শুধু এক পরিবারের নয়, গোটা সমাজেরই বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।