স্মার্ট সিটির ১৬ কোটি টাকা উধাও, সরব আমরা বাঙালি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর:আগরতলা পুর নিগমের স্মার্ট সিটি প্রকল্পের ব্যাংক একাউন্ট থেকে প্রায় ১৬ কোটি ২৬ লাখ টাকা উধাও হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা বাঙালি” দলের অভিযোগ, এই কেলেঙ্কারির পেছনে শাসক দলের একাংশও জড়িত। এক বিবৃতির মাধ্যমে এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল।

বিবৃতিতে আরো বলা হয়, নিগমের গচ্ছিত টাকা রাখা ছিল আগরতলার কামান চৌমুহনীর ইউকো ব্যাংকে। আগস্ট মাসের মাসিক রিপোর্ট হাতে পাওয়ার পরই নিগম কর্তৃপক্ষ দেখতে পান যে হায়দ্রাবাদের একটি সংস্থা চার দফায় জাল চেক ব্যবহার করে টাকা তুলে নিয়েছে।

পুর নিগমের দাবি, উক্ত চেকগুলির আসল কপি তাদের কাছে বিদ্যমান। প্রশ্ন উঠছে—একটি নয়, চারটি জাল চেকের মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হলো অথচ ব্যাংক কর্মকর্তাদের নজরে এল না কীভাবে? সাধারণ গ্রাহকের ক্ষেত্রেও ব্যাংক কর্মকর্তারা চেক জমা দেওয়ার পর যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করেন। তাহলে এত বড় অঙ্কের টাকা তোলার সময় তা যাচাই না হওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র সন্দেহ।
ব্যাংক সূত্রে জানা গেছে, আরটিজিএস-এর মাধ্যমে এই টাকা ট্রান্সফার করা হয়েছে। স্বাক্ষরও নাকি ছিল আসল, এমন তথ্যও উঠে আসছে। ফলে এই কেলেঙ্কারির পেছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে স্থানীয় মহল। অনেকেই মনে করছেন, পুর নিগমের পূর্ত দফতরের একাধিক ক্যাশিয়ার এবং ইউকো ব্যাংকের প্রভাবশালী কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এ ধরনের বিপুল অর্থ আত্মসাৎ সম্ভব নয়।
অভিযোগ উঠছে, জনগণের করের টাকা দিয়ে শহরের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পূরণ হয়নি। বহু এলাকায় এখনো ড্রেনেজ ব্যবস্থা নেই, বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। অথচ করের হার ধাপে ধাপে বাড়ানো হয়েছে। এখন আবার কোটি কোটি টাকা উধাও হয়ে যাওয়ায় পুর নিগম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

“আমরা বাঙালি” দলের অভিযোগ, এই কেলেঙ্কারির পেছনে শাসক দলের একাংশও জড়িত। তাদের বক্তব্য, সরকারি অর্থ নয়ছয় করে লুট চলছে। কমিশন বাণিজ্য থেকে শুরু করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
এই ঘটনার পর এলাকাবাসীর একটাই দাবি—জনগণের করের টাকা সঠিকভাবে ব্যয় হোক এবং এই বিপুল অর্থ লোপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় জনরোষের মুখে পড়তে হবে পুর নিগম কর্তৃপক্ষ ও শাসক দলকে।