৭ বছরের দিয়া বেগমের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ সেপ্টেম্বর:
কৈলাসহর ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে রবিবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিজ ঘর থেকে উদ্ধার হলো ৭ বছরের দিয়া বেগমের ঝুলন্ত দেহ। মৃতা দিয়া ওই এলাকার বাসিন্দা আনয়ার আলীর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে কাজ শেষে বাড়ি ফেরেন আনয়ার আলী। ঘরে প্রবেশ করেই তিনি দেখতে পান মেয়েটি ঘরের ছাদের সাথে গামছা দিয়ে ঝুলছে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা দিয়া বেগমকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে দেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ঘটনার সময় আনয়ার আলীর স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। এ কারণে স্থানীয়দের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে—মাত্র ৭ বছরের একটি শিশু কীভাবে নিজে ফাঁস লাগাতে পারে? অনেকের সন্দেহ, হয়তো একাকিত্বের সুযোগ নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। দিয়া বেগমের এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে প্রকৃত কারণ— আত্মহত্যা নাকি খুন—তা জানতেই এখন অপেক্ষায় রয়েছে গোটা গ্রাম।