রোজভেলি বিল্ডিংয়ে নতুন বার, উদ্বোধনের দিনেই ঝামেলা

আগরতলা, ৭ সেপ্টেম্বর : আগরতলা রবীন্দ্র ভবনের সংলগ্ন পুরনো রোজভেলি বিল্ডিং-এর UD ভবন-এর উপরের তলায় নবনির্মিত একটি বারের উদ্বোধনের প্রথম রাতেই ঘটল অপ্রীতিকর ঘটনা। উদ্বোধনের দিন রাতেই মদের পার্টিতে তাণ্ডব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ডাকতে হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রতিষ্ঠানের ভবনের উপরে খোলা নাইট ক্লাব হ্যাপি আওয়ার্স-এ উদ্বোধনের দিন রাত প্রায় ১টা নাগাদ কিছু অতিথির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকলে পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বারে আগত এক ব্যক্তি জানান, “উদ্বোধনের দিনেই এমন অবস্থা! নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হওয়া প্রয়োজন।” তিনি আরও অভিযোগ করেন, কাপল ছাড়া বারে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আবাসিক এলাকার মধ্যে এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কতটা গ্রহণযোগ্য।

এখন দেখার বিষয়, এই ঘটনার পর প্রশাসন ও কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।