নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর:
ফাঁসিতে আত্মঘাতী এক তরতাজা যুবক। ঘটনা রবিবার ভোর বেলায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা গ্রাম পঞ্চায়েতের দেব পাড়া এলাকায়। আত্মঘাতী সেই যুবকের নাম কিনজল দেব(২৬), পিতা কার্তিক দেব। কিন্তু কেন সেই আত্মঘাতী হলো সে বিষয়ে কিছুই জানা যায়নি। ছোটবেলায় তার বাবা মায়ের একসঙ্গে মৃত্যুর হয়। তার বাবা পুলিশে কর্মরত ছিল।
বাবা মায়ের একসঙ্গে মৃত্যুর পর তারা দুই ভাই একেবারে অনাথ হয়ে পড়ে। তাদেরকে তাদের কাকিমা এবং পিসি লালন পালন করে বড় করে তুলেছে। সে কাকিমা খুকু দেবকে মা বলে ডাকত। সে আগরতলা ভাড়া থেকে একটি কোম্পানিতে প্রাইভেট কোম্পানীতে চাকরি করত। মাসখানেক হয়েছে বিশ্রামগঞ্জ বড়জলা নিজের বাড়িতে এসে কাকিমার কাছে থাকতো। তার ছোট ভাই কিনেল দেব (১৪)। সে ও তার কাকিমার কোলে বড় হয়েছে। সেও কাকিমাকে মা বলে ডাকে।
কারণ তার বাবা-মার যখন মৃত্যু হয় তার বয়স ছিল ১১ মাস। মা-বাবা এবং বড় ভাইকে হারিয়ে সংসারে একেবারে একা হয়ে পড়ে তার ছোট ভাই ও। ঠিক কি কারণে সে ফাঁসিতে আত্মহত্যা করেছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

