মহিলার রহস্যজনক আগুনে মৃত্যু, এলাকাজুড়ে চাঞ্চল্য

আগরতলা, ৬ সেপ্টেম্বর: সাব্রুম থানার অন্তর্গত বিজয়নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক মর্মান্তিক ও রহস্যঘেরা ঘটনা। স্থানীয় বাসিন্দা অনিমা দে (৪৫) আগুনে পুড়ে মৃত্যু হয়, অথচ আশেপাশে থাকা কেউই কিছু টের পাননি বলে দাবি করেছেন।

জানা গিয়েছে, গতকাল রাতে সাব্রুম থানাধীন বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এর ৩ নম্বর ওয়ার্ডে এলাকার গৃহবধূ গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে। গৃহবধূ এর নাম অনিমা দে বয়স ৫৬ বছর।স্বামী স্বপন দে। ৬ সেপ্টেম্বর সকাল পাঁচটা নাগাদ বাড়ির লোকজন বসতবাড়ির পিছনে রাবার বাগানে সাথে আগুনে ঝলসে থাকা মৃতদেহ দেখে। পরে পুলিশকে খবর দিলে সকাল ৮ টায় ঘটনাস্থলে পৌঁছে যায় সাব্রুম থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাব্রুম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।