আগরতলা, ৬ সেপ্টেম্বর : ভাগ্নে খুনের দায়ে অভিযুক্ত দুই মামার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল পশ্চিম ত্রিপুরা জেলা দায়রা আদালত। পাশাপাশি, ১০ হাজার টাকা করে দুইজনের জরিমানার রায় ঘোষণা দিয়েছে। তাছাড়া, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।
সরকার পক্ষে আইনজীবী বিশ্বজিৎ দেব জানিয়েছেন, ২০২২ সালে এয়ারপোর্ট থানা এলাকার উত্তর রামনগরে ঘটেছিল নৃশংস এক হত্যাকাণ্ড হয়েছিল।এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগর এলাকাতে সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ভাগ্নে দীপক দাসকে খুন করেছিল তার দুই মামা। ঘটনাটি ঘটার পর এয়ারপোর্ট থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নেয় এবং তদন্ত শুরু করে। সেই তদন্ত ক্রমে দুই মামা অর্থাৎ সুধাংশু মিত্র এবং অমিত মিত্রকে গ্রেপ্তার করেছিল। আজ পশ্চিম ত্রিপুরা জেলা দায়রা আদালতে তাদেরকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ১০ হাজার টাকা করে দুইজনের জরিমানার রায় ঘোষণা দিয়েছে। তাছাড়া, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

