ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে মুখ খুলল না ভারত, বলল কোনও মন্তব্য নেই

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য— আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি চীনের কাছে। তাঁর এই মন্তব্যে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রক কোনও প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংক্ষিপ্তভাবে বলেন, “এই পোস্ট নিয়ে আমার কোনও মন্তব্য নেই।”

এর আগে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ একটি পোস্টে লেখেন,
“দেখে মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়েছি। ওরা যেন একসঙ্গে একটি দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলে!” এই পোস্টের সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর একটি ছবি শেয়ার করেন, যা সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতসম্মেলনের সময় তোলা।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলা সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী, পুতিন ও শি-র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক এবং ঘনিষ্ঠ অপ্রাতিষ্ঠানিক আলাপচারিতা নজরে আসে। একটি ভিডিওতে দেখা যায়, তিন নেতা একসঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় কথোপকথনে লিপ্ত। এর আগেও ট্রাম্প একাধিকবার ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এই সপ্তাহের শুরুতে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বহু বছর ধরে একতরফা। ভারত আমাদের পণ্যের উপর বিশ্বের সবচেয়ে বেশি ট্যারিফ ধার্য করে। অথচ তারা তাদের পণ্য মার্কিন বাজারে ঢেলে দেয়।”

ট্রাম্পের অভিযোগ, অতীতের মার্কিন প্রশাসন এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি, ফলে আমেরিকান ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়,
“ভারত আমাদের কাছ থেকে কিছুই নিত না, কারণ তারা ১০০% ট্যারিফ আরোপ করত। আর আমরা কিছুই চাপাতাম না — এটা ছিল বোকামি।”**

গত আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানির উপর প্রথমে ২৫% এবং পরে ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করে, যার কারণ হিসেবে দেখানো হয় ভারতের রাশিয়া থেকে তেল কেনা। পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রক একে “অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য” বলে অভিহিত করে। মন্ত্রক জানায়, ভারতের জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি সম্মান জানানো উচিত।

ডোনাল্ড ট্রাম্পের ‘ভারত ও রাশিয়া চীনের কাছে চলে গেছে’ মন্তব্য ঘিরে রাজনৈতিক আলোচনার ঝড় উঠলেও, ভারত সরকার এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। পররাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে— “এই পোস্ট নিয়ে কোনও মন্তব্য নেই।” তবে ট্রাম্পের ধারাবাহিকভাবে ভারত-বিরোধী বাণিজ্যনীতি এবং চীনের সঙ্গে কূটনৈতিক জোট নিয়ে তাঁর হতাশা আবারও স্পষ্ট হল এই মন্তব্যে।