আগরতলা, ৩ সেপ্টেম্বর: বাম সরকার যোগ্য ব্যক্তিদের চাকরি দেয়নি। অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছে। অনেকক্ষেত্রে চাকরি বিক্রি করা হয়েছে। আজ শ্যামা প্রসাদ মুখার্জি মার্কেট স্টল উদ্বোধন করে একথা বলেন বিধায়ক রাম প্রসাদ পাল।
আজ মলয়নগর গ্রাম পঞ্চায়েতের বাইপাস সংলগ্ন রামঠাকুর আশ্রম সিসি রোড বেকারদের জন্য বাইপাস নাগিছড়ায় ১৬টি স্টল বিশিষ্ট শ্যামা প্রসাদ মুখার্জি মার্কেট স্টলের উদ্বোধন করেন বিধায়ক রামপ্রসাদ পাল। এদিনের এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ব্লকের বিডিও, চেয়ারম্যান সহ পঞ্চায়েত সদস্যরা।
বক্তব্য রাখতে গিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করেছেন বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি বলেন, বিগত সরকারের আমলে যোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়নি। অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে চাকরি বিক্রিও করা হয়েছে। যার ফলে বিভিন্ন সময় আদালতের নির্দেশে চাকরি চলে গেছে। এর উদাহরণ হল ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। অবৈধভাবে চাকরি দেওয়ার ফলেই তাদের চাকরি আদালতে নির্দেশে চলে গেছে।
কিন্তু বর্তমান সরকার অবৈধভাবে কাউকে চাকরি দেয়না। যাদের যোগ্যতা রয়েছে তারাই যোগ্যতার বলে চাকরি পাচ্ছেন। আর যারা কোনো কারণবশত চাকরি পাচ্ছেন না তাদের পাশেও রয়েছে সরকার। বিভিন্ন উপায়ে যেন বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতা প্রদান করছে।। এই মার্কেট স্টলের মাধ্যমে যুব সমাজ ব্যবসার মাধ্যমে নিজেদের আর্থিক উপার্জন করতে পারবেন। ফলে একাংশ যারা চাকরি পাচ্ছেন না তারা এই ব্যবসার উপর নির্ভর করে তাদের জীবিকানির্বাহ করতে পারবে।

