ঊনকোটিতে প্রথম পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কিশোর বর্মন

আগরতলা, ৩ সেপ্টেম্বর : বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে মন্ত্রী কিশোর বর্মনের পর্যালোচনা বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক তমাল মজুমদার, সহকারী সভাধিপতি সন্তোষ ধরসহ বিভিন্ন লাইন দপ্তরের প্রতিনিধিরা।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বে শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রী কিশোর বর্মন জানান—“আজকের পর্যালোচনা বৈঠকের মূলত ত্রিস্তর পঞ্চায়েতের কার্যক্রম নিয়ে। গত বছর ত্রিপুরা সারা দেশের মধ্যে সাতটি পুরস্কার অর্জন করেছে।

এদিন তিনি আরও বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে ১০০ শতাংশ স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে পুনরায় অগ্রগতি পর্যালোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হবে।