সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে রইলেন এক বৃদ্ধা, ভর্তি হাসপাতালে

আগরতলা, ৩ সেপ্টেম্বর: আজ দুপুরে রাজধানী আগরতলার ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাস্তায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধাকে। আশপাশের লোকজন বিষয়টি দেখে তৎক্ষণাৎ খবর দিয়েছেন দমকলবাহিনীতে।

দমকলকর্মী জানান, আজ দুপুরে ভগবান ঠাকুর চৌমুহনী মোড়ে স্থানীয়রা এক বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখতে পান। সাথে সাথে তাঁরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল কর্মীরা। তারা দেরি না করে ওই বৃদ্ধাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন।

তিনি আরও বলেন, বৃদ্ধার নাম ও পরিচয় এখনো জানা যায়নি।