আগরতলা, ২ সেপ্টেম্বর: সোমবার গভীর রাতে বাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক যুবক। ওই ঘটনায় কমলাসাগর বিধানসভার কোনাবন এসসি কলোনি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল গভীর রাতে কমলাসাগর বিধানসভার কোনাবন এসসি কলোনির বাসিন্দা নিপুল দে নামক এক ব্যক্তির বাড়ির বাইরে রাখা একটি বাইক লক্ষ্য করে ঘুরঘুর করতে দেখা যায় এক অচেনা যুবককে। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা নীরবে নজরদারি শুরু করেন। কিছুক্ষণ পর ওই যুবক নিপুল দে’র বাড়ির সামনে রাখা বাইকের লক ভাঙার চেষ্টা করে। ঠিক তখনই এলাকাবাসীরা তাঁকে ধরে ফেলেন।ধৃত যুবকের নাম সমীর দাস (২৫)।
চোর ধরা পড়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। সাথপ সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পরবর্তী পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

