বিধায়ক আবাসে ঢুকে বিধায়ককে হুমকি, তদন্তে ময়দানে নামলেন খোদ পুলিশের মহানির্দেশক, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ মথার বিধায়করা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ সেপ্টেম্বর : গতকাল রাতে বিধায়ক আবাসে প্রবেশ করে মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাননাশের হুমকি দিয়েছে একদল দুষ্কৃতকারী, বলে অভিযোগ। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পুলিশের মহানির্দেশক আইপিসি আনুরাগ ধ্যানকর। পাশাপাশি, ওই ঘটনায় বিধায়ক আবাসে নিরাপত্তায় গলদের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন তিপরা মথার বিধায়করা।

বিধায়ক ফিলিপ কুমার রিয়াং অভিযোগ, রাতে তিনি আবাসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় হঠাৎই একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী ঢুকে পড়ে। এরপরই তাঁকে কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রাননাশের দেয়। ঘটনার আকস্মিকতায় বিধায়ক আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এনসিসি থানার পুলিশ।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ সকালে পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ ধ্যানকর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। পুলিশের মহানির্দেশক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে, বলে জানান তিনি।

বিধায়ক হোস্টেল কাণ্ডে পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় যে তিন যুবক বিধায়কের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে, তারা আসলে উপরতলার অন্য এক বিধায়কের আমন্ত্রণে সেখানে এসেছিলেন। তবে ঠিক কোন বিধায়কের ঘরে তারা গিয়েছিলেন, সে বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিপরা মথার বিধায়করা আজ মুখ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন। তাঁরা অভিযোগ করেন, বিধায়ক আবাসে নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে এবং এর ফলে তাদের জীবনহানির আশঙ্কা বাড়ছে। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন, অবিলম্বে বিধায়ক আবাসের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে হবে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বৃষকেতু দেববর্মা নিন্দা করে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এধরনের হুমকি গণতান্ত্রিক পরিবেশের উপর সরাসরি আঘাত।

আজ বিষকেতু দেববর্মার নেতৃত্বে মথার ছয়জন বিধায়ককে নিয়ে সচিবালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহার সাথে দেখা করেন। প্রতিনিধিদলটি মুখ্যমন্ত্রীকে গতকালের এমএলএ হোস্টেলের ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। পাশাপাশি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।