পর্যাপ্ত শিক্ষক সংকট দূরীকরণের দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের

সোনামুড়া, ২ সেপ্টেম্বর: পর্যাপ্ত শিক্ষকের দাবিতে পথ অবরোধ করলেন পড়ুয়ারা। ঘটনা সোনামুড়া খেদা বাড়ি এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া রাঙামাটিয়া নর্থ হাই স্কুলের পড়ুয়ারা দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম। মাত্র ছয় জন শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যালয়ের পরিচালিত হচ্ছে। সংকটকালীন পরিস্থিতিতেও গত দু মাস আগে একজন শিক্ষককে বদলি করা হয়েছিল।। তখন ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছিল সপ্তাহখানেক এর মধ্যেই নতুন শিক্ষককে বিদ্যালয়ে আনা হবে। কিন্তু পড়ুয়াদের অভিযোগ দীর্ঘ প্রায় মাস দুয়েক অতিক্রান্ত হলেও নতুন শিক্ষককে বিদ্যালয়ে আনা হয়নি।

এই পরিস্থিতিতে আজ ফের বিদ্যালয়ে অপর এক শিক্ষককে বদলি করা হয়েছে। জানাজায় তিনি বিদ্যালয়ের ইনচার্জও। ছাত্র-ছাত্রীদের অভিযোগ পরীক্ষার কয়েকদিন আগে বিদ্যালয়ের ইনচার্জ শিক্ষককে বদলি করার ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তাই বিদ্যালয়ে শিক্ষক সংকট দূরীকরণের দাবিতে এদিন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এদিন রাঙামাটিয়া নর্থ হাই স্কুলের পড়ুয়ারা সোনামুড়া তকসলা পাড়া সড়ক অবরোধ করে খেদাবাড়ী এলাকায়। ছাত্র-ছাত্রীদের আন্দোলনে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিভাবকদের দাবি অবিলম্বে শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। নাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।