ভুবনেশ্বর, ১ সেপ্টেম্বর: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ থেকে চার দিনের দিল্লি সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সেমিকন ইন্ডিয়া ২০২৫ সম্মেলনের চতুর্থ সংস্করণে অংশগ্রহণ করবেন।
সরকারি সূত্রে জানা গেছে, এই সফরে মুখ্যমন্ত্রী মাঝি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন। আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকছে: রাজ্যে বিজেপির সাংগঠনিক কাঠামো মজবুত করা, মন্ত্রিসভায় শূন্য থাকা ছয়টি পদ পূরণ। বিভিন্ন কর্পোরেশন চেয়ারম্যান পদে নিয়োগ।
উল্লেখ্য, ওড়িশার রাজ্যে ছয়টি মন্ত্রিত্ব এবং একাধিক কর্পোরেশন প্রধানের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিজেপি হাইকমান্ডের সঙ্গে চূড়ান্ত আলোচনা হতে পারে এই সফরে। সিএম মাঝির সফরসূচিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫ সম্মেলনের বাইরেও আরও কিছু কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। তবে সেগুলির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

