ভুবনেশ্বর, ০১ সেপ্টেম্বর : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে রবিবার একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর প্রভাবে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়া ব্যবস্থার কারণে দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে কোরাপুট, মালকানগিরি, নবরংপুর, কালাহান্ডি সহ আরও কিছু জেলায় বৃষ্টির প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ওড়িশার অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এর ফলে বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কালাহান্ডি, কন্ধমাল ও কোরাপুট জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি হয়েছে। রায়গাড়া, মালকানগিরি, নবরংপুর, গজপতি, বালাঙ্গীর ও নুয়াপাড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে।
তাছাড়া, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, পুরী, খুর্দা, নায়াগড়, গঞ্জাম, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, বরগড়, সংবলপুর, দেওগড়, অনুগুল, ধেনকানাল, কেওনঝড়, ময়ূরভঞ্জ, সুবর্ণপুর এবং বৌধ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

