আগরতলা, ৩১ আগস্ট: রাজধানীর রাধানগর এলাকায় এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো এক মহিলার রহস্যজনক মৃতদেহ। মৃতার নাম খুকু মণ্ডল(৪০)। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরিবার সেখানেই থাকেন। রাধানগরে একা ভাড়া থাকতেন এবং সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, রবিবার সকালে বাড়ির মালিক ডাকাডাকি করলেও খুকু মণ্ডল কোনো সাড়া দেননি। এরপর সন্দেহজনক অবস্থায় তাঁর ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়।
মৃতার বোনের অভিযোগ, খুকু মণ্ডলকে প্রতিনিয়ত ফোনের মাধ্যমে ব্ল্যাকমেলিং করা হতো। তাঁদের আশঙ্কা, হয়তো ব্ল্যাকমেলিংয়ের জেরেই তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। পরিবারের দাবি, মৃতার সাথে ব্ল্যাকমেলিংকারী ব্যক্তির আগেও সম্পর্ক ছিল।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

