তেলিয়ামুড়ায় বিদ্যালয়ে চুরির ঘটনা, ২৬টি আলমিরা ভেঙে লুটপাট – এলাকায় চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ৩১ আগস্ট : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তুইসিন্দ্রাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘটল বড়সড় চুরির ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার গভীর রাতে চোরেরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে একের পর এক ২৬টি আলমিরার তালা ভেঙে লুটপাট চালায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের ভেতরে ভাঙচুরের চিহ্ন দেখতে পেয়ে শিক্ষক-শিক্ষিকাদের খবর দেন। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রাতের অন্ধকারে চোরেরা শুধু আলমিরা নয়, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের দরজাও ভেঙে ফেলে। আলমিরা ভেঙে নিয়ে যায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং নগদ ২-৩ হাজার টাকা। যদিও বিদ্যালয়ের আরও কিছু নথিপত্র এবং সরঞ্জাম হারিয়ে থাকতে পারে, সেগুলি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, এটি একটি সুপরিকল্পিত চুরি হতে পারে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিভাবক এবং স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। পুলিশের দাবি, ইতিমধ্যেই একটি চুরির মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।