উদয়পুর, ৩১ আগস্ট: উদয়পুর উত্তর ছাতারিয়া কালী মন্দিরে ফের চুরির ঘটনা ঘটায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতকাল গভীর রাতে চোরেরা মন্দিরে প্রবেশ করে ভেতরের দরজার তালা ভেঙে প্রণামির টাকা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।
আজ সকালে পূজারী মন্দিরে এসে প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়দের খবর দেন। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি খতিয়ে দেখে এবং একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত চোরদের সনাক্ত করার জন্য তদন্ত জোরদার করা হয়েছে।

