আগরতলা, ৩১ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল। রবিবার ভোররাতে বালিছড়া এলাকায় ফালফুনা দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫৬ কেজি গাঁজা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি প্যাকেটে প্রায় ১ কেজি করে মোট ৫৬ প্যাকেট সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।
অভিযুক্ত ফালফুনা দেববর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
তদন্তকারীরা পুলিশ আধিকারিকরা মনে করছেন, এই গাঁজা চোরাচালান চক্রের পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে বাগবাসা থানার পুলিশ।

