৬ বছরের নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার, কঠোর শাস্তির দাবি

আগরতলা, ৩১ আগস্ট: অবশেষে মধুপুরের ৬ বছরের নাবালিকা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে ঘটনার ৪৮ ঘণ্টা পর গ্রেপ্তার করল পুলিশ। শনিবার গভীর রাতে মধুপুর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের সহযোগিতায় কৈয়াডেপা এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং জানান, রবিবার অভিযুক্তকে বিভিন্ন ধারায় বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে। এদিকে মামলার তদন্তকারী অফিসার উত্তম পাল জানান, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল এবং শেষ পর্যন্ত সফলভাবে অভিযুক্তকে পাকড়াও করা সম্ভব হয়েছে।

ঘটনার পর থেকেই নাবালিকা কন্যার বাড়িতে শাসক দলীয় নেতৃত্বদের আনাগোনা বাড়ে। অভিযোগ উঠেছে, অভিযুক্তের স্ত্রী একজন সরকারি কর্মচারী হওয়ায় রাজনৈতিক নেতারা এই ঘটনার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা আদায়ের চেষ্টা করছেন। তবে পুলিশ সেইসব চাপ অগ্রাহ্য করে তদন্ত চালিয়ে যায়।

অন্যদিকে নাবালিকা কন্যার বাড়িতে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এবং শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। সবাই একবাক্যে অভিযুক্ত চণ্ডীচরণ সরকারের কঠোর শাস্তির দাবি তুলেছেন।