নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ আগস্ট:
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর মাতৃ দেবী সম্পর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদে উত্তর জেলা বিজেপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। শুক্রবার, জেলা কার্যালয় থেকে শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই মিছিল নেতাজী মূর্তির পাদদেশে এসে এক প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক শ্রী যাদব লালা নাথ, উত্তর জেলার বিজেপি সভাপতি শ্রী কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ জেলা ও মন্ডল স্তরের বহু নেতৃত্ব। এছাড়াও, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মন্ডলের সভাপতি, অসংখ্য কর্মী-সমর্থক ও সাধারণ জনগণ এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের অশালীন ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং দাবি করেন, অবিলম্বে এই ধরনের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া হোক। বক্তারা আরও বলেন, দেশের সর্বোচ্চ নেতৃত্বের পারিবারিক সদস্যদের বিরুদ্ধে এই ধরণের কুরুচিপূর্ণ ভাষা দেশের রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতির পরিপন্থী।
বিক্ষোভটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল।

