ধর্মনগর, ৩০ আগস্ট : ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি পরিচালিত দুইদিনব্যাপী বিশেষ অভিযানের ফলস্বরূপ বিপুল পরিমাণে অযোগ্য ও নষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করার পর আজ সেগুলো আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৮ ও ২৯ আগস্ট টানা দুইদিন ধরে হাফলঙ বাজার, পদ্মপুর, রাজবাড়ি সহ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় একযোগে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় প্রশাসনের কর্মকর্তারা মোদি দোকান, রেস্টুরেন্ট ও ছোট হোটেলগুলিতে হঠাৎ করেই তল্লাশি অভিযান শুরু করেন। অভিযানের সময় বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। বিশেষ করে খাদ্যদ্রব্য সংরক্ষণে শৃঙ্খলার অভাব, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো একাধিক গুরুতর সমস্যা নজরে আসে। এর পাশাপাশি প্রচুর পরিমাণে অযোগ্য ও নষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
শনিবার সকালে মহকুমাশাসকের দপ্তরের সংলগ্ন এলাকায় এই বাজেয়াপ্ত সামগ্রীগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় ধর্মনগরের মহকুমাশাসক সজল দেবনাথের উপস্থিতিতে। এসময় প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট বার্তা দেন—সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ অভিযান কেবলমাত্র এককালীন নয়; ভবিষ্যতেও এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে। যাতে বাজারে অযোগ্য, নষ্ট কিংবা স্বাস্থ্যহানিকর পণ্য কোনোভাবেই বিক্রি না হয় এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারেন।

