তেলেঙ্গানায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, মেডাক ও কামারেড্ডি জেলায় উদ্ধার অভিযানে নামল ভারতীয় সেনা

তেলেঙ্গানা,২৮ আগস্ট: তেলেঙ্গানার বিভিন্ন জেলায় টানা ভারী বর্ষণের ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গতকাল থেকে বিশেষ করে কামারেড্ডি, মেডাক ও নিরমল জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কামারেড্ডি জেলার রামারেড্ডি এলাকায় সর্বাধিক ১৪৯.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, অন্যদিকে নিজামাবাদ জেলার থুমপল্লিতে হয়েছে ১৪৯.৫ মিমি বৃষ্টি।

বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও প্লাবনে বহু গ্রাম শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদী-নালা উপচে পড়ায় বহু এলাকা জলের তলায় চলে গেছে। রাজ্যের প্রায় সব প্রধান সেচ প্রকল্পই উপচে পড়ছে এবং সেগুলোর জল ছাড়া হচ্ছে নিচু এলাকায়। শত শত আবাসিক এলাকা ও উপশহর প্লাবিত হয়েছে।

এদিকে আবহাওয়া দফতর ১৬টি জেলায় আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে।

বিপর্যয় মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী মেডাক ও কামারেড্ডি জেলায় উদ্ধার ও ত্রাণ অভিযানে নেমেছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স রাস্তা পরিষ্কারে ও বিচ্ছিন্ন এলাকায় যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করছে। পাশাপাশি, সেনার মেডিকেল টিমগুলি জরুরি চিকিৎসা পরিষেবা দিচ্ছে ক্ষতিগ্রস্তদের। সেনারা বিশেষ নৌকা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ কর্মী নিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে।

একটি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে জরুরি পরিস্থিতির জন্য।

সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জলধারণ অঞ্চলে অতিবৃষ্টির কারণে রাজ্যের প্রায় সব জলাধারে বিপুল জলসঞ্চার ঘটছে। নালগোন্ডা জেলার দিন্ডি প্রকল্পে বিপজ্জনক হারে জল ঢুকছে, ফলে জলাধারে জলের স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রশাসন চরম সতর্ক অবস্থানে রয়েছে।

জলাধারগুলির পার্শ্ববর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।