জুয়াবিরোধী অভিযানে সাফল্য পুলিশ

শান্তিরবাজার, ২৭ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে পুলিশের থাবা। অভিযানে জুয়ার সামগ্রী সহ নগদ দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, অনলাইন জুয়া খেলা বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় সমাজের কিছু সংখ্যক দুষ্টচক্র বিভিন্ন প্রকারের জুয়া খেলা সংগঠীত করে যাচ্ছে। এই জুয়াখেলা বন্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেলো দেবাদারু ফাঁড়ী থানার পুলিশকে। দেবদারু এলাকায় প্রতিনিয়ত একটি দুষ্টচক্র তাস খেলার মাধ্যমে জুয়াখেলা সংঠীত করে যাচ্ছে। এই জুয়ার করালগ্রাসে আশক্ত হয়ে সর্বশান্ত হয়ে পরছে অনেক পরিবারের লোকজন। এই খবর জানার পর গতকাল জুয়াখেলার আসরে হানা দিলো দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং। ওসি বকুল রিয়াং এর নেতৃত্বে জুয়াখেলার আসরে হানা দিয়ে নগদ দশ হাজার টাকা, জুয়া খেলার সামগ্রী সহ তিনজনকে আটক করে।

আরও জানা গিয়েছে, তিনজনের নামে এক লিখিত মামলা হাতে নিলো দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং। ওসি বকুল রিয়াং এর এই ধরনের অভিযানে সকলে সাধুবাদ জানান। জানা যায় দেবদারু ফাঁড়ী থানার এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে।